নিখুঁত প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন সময় ফার্মের যোগান রেখা
Supply Curve in Perfect Competition Market
যখন কোনো দ্রব্যের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং প্রতিটি বিক্রেতার উৎপাদিত দ্রব্য সমজাতীয় বা অভিন্ন প্রকৃতির হয়। তখন তাকে নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই ধরনের বাজারে যেকোনো ফার্মের প্রবেশ বা প্রস্থান অবাধ।
নিখুঁত প্রতিযোগিতার বাজারে কোনো একটি ফার্মের যোগান বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট সময় কোনো একটি দ্রব্যের বিভিন্ন দামে যে যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক, তাকে শিল্পের অন্তর্গত সকল ফার্মের যোগানের সমষ্টির মাধ্যমে শিল্পের যোগান বা সামগ্রিক যোগান পাওয়া যায়। কোনো ফার্মের যোগান রেখা থেকে কোনো একটি দ্রব্যের বিভিন্ন দামে যে যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে সম্পর্কে ধারণা পাওয়া যায়।
স্বল্পকালের সময় নিখুঁত প্রতিযোগিতার বাজারে কোনো ফার্মের উদ্যোক্তা দু-ধরনের ব্যয় বহন করতে হয়। যথা- একটি হলো স্বল্পকালীন স্থির ব্যয়(SAFC) এবং অপরটি হল স্বল্পকালীন পরিবর্তনশীল ব্যয়(SAVC)। স্বল্পকালে উৎপাদন বন্ধ কালে ফার্মের উদ্যোক্তাকে স্থির ব্যয় বহন করতেই হয়। ফলে স্বল্পকালীন সময় ফার্মের উদ্যোক্তা ততক্ষণ পর্যন্ত উৎপাদন চালিয়ে যাবে যতক্ষণ না দাম ও গড় পরিবর্তনশীল ব্যয় পরস্পর সমান হয় বা P = SAVC হয়।
P > SAVC অবস্থায় ফার্মের উদ্যোক্তা উৎপাদন চালিয়ে যাবে। কেননা ঐ অবস্থায় প্রতি একক দাম থেকে গড় পরিবর্তনশীল ছাড়াও গড় স্থির ব্যয় এর একটি অংশ বা সম্পূর্ণ অংশ পূরণ করতে সক্ষম হন। অন্যদিকে P < SAVC অবস্থায় ফার্মের উদ্যোক্তার পক্ষে উৎপাদন বন্ধ করে দেওয়ায় অধিক শ্রেয় হবে। তায় P = SAVC এই অবস্থাকে ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু বলা হয়। ফার্মের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার যে বিন্দুতে SAVC রেখাকে ছেদ করে(উৎপাদন বন্ধের বিন্দু) সেই বিন্দুর উপরের অংশেই ফার্মাস্বল্পকালীন যোগান রেখা বলে বিবেচিত হয়।
রেখাচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যখন দাম P1 তখন প্রতি একক দাম গড় পরিবর্তনশীল অপেক্ষা বেশি হয়। এই অবস্থায় ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। আবার যখন দাম P2 তখনও P > SAVC হয় ফলে ফার্মের উদ্যোক্ত উৎপাদন চালিয়ে যাবে। দাম যখন P3 তখন P = SAVC হয় উৎপাদন বন্ধের বিন্দু এই অবস্থায় প্রতি একক দাম থেকে কেবলমাত্র গড় পরিবর্তনশীল ব্যয়টুকু পূরণ করা সম্ভব হয়। তাই SMC রেখার w বিন্দুকে উৎপাদন বন্ধের বিন্দু বলে। SMC রেখার w বিন্দুর নিচে ফার্মের যোগান শূন্য। SMC রেখার w বিন্দুর উপরের বা ডানদিকের অংশকে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা বলা হয়। যা বামদিক থেকে ডানদিকে ধনাত্মক বা ঊর্ধ্বগামী ঢালসম্পন্ন।
শিল্পর অন্তর্গত সকল ফার্মের SMC রেখার উৎপাদন বন্ধের বিন্দুর ওপরের অংশগুলির অনুভূমিক সংযোজনের মাধ্যমে শিল্পের যোগান রেখা বা বাজারের যোগান রেখা পাওয়া যায়।