স্বল্পকালীন গড় ব্যয় রেখা u আকৃতির হয় কেন?
কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য ফার্মের উদ্যোক্তাকে যে আর্থিক ত্যাগ স্বীকার করতে হয় তাকেই ফার্মের মোট উৎপাদন ব্যয়(TC) বলা হয়। মোট উৎপাদন ব্যয়(TC) কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে, গড় উৎপাদন(AC) পাওয়া যায়। স্বল্পকালে ফার্মের মোট উৎপাদন ব্যয়ের দুটি অংশ, একটি হল স্বল্পকালীন মোট স্থির ব্যয়(STFC) অপরটি হল স্বল্পকালীন মোট পরিবর্তনশীল(STVC) অর্থাৎ STC = STFC + STVC
অতএব স্বল্পকালীন গড় ব্যয় (SAC) =
STC / q
= (STFC + STVC) /q
= STFC /q + STVC/q
= SAFC + SAVC
অর্থাৎ SAC = SAFC + SAVC
উৎপাদনের প্রথম দিকে গড় স্থির ব্যয় কমতে থাকে এবং গড় পরিবর্তনশীল ব্যয়ও কমতে থাকে। ফলে গড় ব্যয় কমতে থাকে। উৎপাদনের এই অংশে ক্রমবর্ধমান উৎপন্ন বিধি কার্যকরী হয়। উৎপাদন স্তর আরোও বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা উৎপাদনের শেষের পর্যায়ে গড় স্থির ব্যয় হ্রাস পাওয়ার সত্ত্বেও গড় স্থির ব্যয় ক্রমাগত বৃদ্ধি পায়। ফলে গড় ব্যয় বৃদ্ধি পায়। উৎপাদনের এই শেষের পর্যায়ে ক্রমহ্রাসমান উৎপন্ন বিধিটি কার্যকরী হয়। উৎপাদনের প্রথমদিকে ক্রমবর্ধমান উৎপন্ন বিধি এবং উৎপাদনের শেষের দিকে ক্রমহ্রাসমান উৎপন্নবিধির নিয়ম কার্যকারিতার জন্য ফার্মের স্বল্পকালীন গড় ব্যয় রেখা ‘u’ আকৃতির হয়ে থাকে।