নিখুঁত প্রতিযোগিতা বাজারে একটি ফার্মের স্বল্পকালীন প্রক্রিয়া
Short Run Process in Perfect Competition Market
যখন কোনো দ্রব্যের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং প্রতিটি বিক্রেতার উৎপাদিত দ্রব্য সমজাতীয় বা অভিন্ন প্রকৃতির হয়। তখন তাকে নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই ধরনের বাজারে যেকোনো ফার্মের প্রবেশ বা প্রস্থান অবাধ।
ফার্মের ভারসাম্য বলতে বোঝায় সর্বোচ্চ মুনাফার জন্য অবস্থাকে। ফার্মের আচরণ সংক্রান্ত নয়া ধ্রুপদী বিশ্লেষণ অনুযায়ী যুক্তিবাদী ফার্মের উদ্যোক্তা মুনাফা সর্বোচ্চ করতে চাই এবং ওই সর্বোচ্চ মুনাফার অর্জনের জন্য নিম্নলিখিত শর্ত পুরন হওয়া প্রয়োজন।
ফার্মের ভারসাম্যের প্রথম ও প্রয়োজনীয় শর্ত হলো প্রান্তিক আয়(MR) সমান প্রান্তিক ব্যয়(MC)। দ্বিতীয় ও যথেষ্ট শর্ত হলো প্রান্তিক আয় রেখার ঢাল অপেক্ষা প্রান্তিক ব্যয় রেখার ঢাল বেশি হতে হবে। অথবা প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখা নিচের দিক থেকে ছেদ করবে।
নিখুঁত প্রতিযোগিতার বাজারে অসংখ্য বিক্রেতা উপস্থিতির জন্য এবং প্রতিটি বিক্রেতার উৎপাদিত দ্রব্য সম্পূর্ণ সমজাতীয় হওয়ার জন্য প্রতিটি ফার্ম দামগ্রহীতা হিসেবে আচরণ করে। এর অর্থ হল এই যে নিখুঁত প্রতিযোগিতার বাজারে কোনো একটি বিশেষ ফার্মকে বাজার প্রচলিত দামকে মেনে নিতে হয় এবং ওই দামে সে যেকোনো পরিমাণ বিক্রি করতে পারেন। নিখুঁত প্রতিযোগিতার বাজার স্বল্পকালে ফার্মের গড় আয়(AR), প্রান্তিক আয়(MR) এবং দাম(P) এক ও ভিন্ন হয়। এবং গড় আয় রেখা প্রান্তিক আয় রেখা ও চাহিদা রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়।
রেখাচিত্র অনুযায়ী ফার্মের প্রান্তিক ব্যয় রেখাকে প্রতিস্থাপন করলে দেখতে পাওয়া যাচ্ছে যে, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে E1 ও E0 বিন্দুতে ছেদ করেছে। E1 বিন্দুতে ফার্মের ভারসাম্যের প্রথম ও প্রয়োজনীয় শর্তটি পূরণ হলেও দ্বিতীয় শর্তটি পূরণ হচ্ছে না।
এতএব E1 ভারসাম্য বিন্দু হতে পারেনা। অন্যদিকে E0 বিন্দুতে ফার্মের ভারসাম্যুর প্রথম ও প্রয়োজনীয় শর্ত এবং দ্বিতীয় ও যথেষ্ট শর্ত উভয়েই পুরানো হচ্ছে অর্থাৎ E0 হল ফার্মের ভারসাম্য বিন্দু বা সর্বোচ্চ মুনাফা অর্জনের স্তর। E0 বিন্দু অনুযায়ী ফার্মের ভারসাম্য দাম OpE এবং ভারসাম্য বিক্রয়ের পরিমান OqE
ইহা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য প্রক্রিয়া। স্বল্পকালীন এই ভারসাম্য স্তরে যেকোনো একটি বিশেষ ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার ক্ষতি স্বীকারও করতে হতে পারে।
নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য | Features of Perfect Competition Market