উৎপাদন অপেক্ষক কাকে বলে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন?
অপেক্ষকের মধ্যে পার্থক্য:
কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যে যে উপকরণের প্রয়োজন হয় জমি, শ্রম, মূলধন, সংগঠন সেই উপকরণগুলি নিয়োগের পরিমাণের সঙ্গে উৎপাদনের পরিমাণের যে কার্যগত বা কারিগরি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়।
এর গণিতিক রূপ হল q=(l, k) যেখানে q= উৎপাদনের পরিমাণ, l=শ্রম নিয়োগের পরিমাণ, k= মূলধন নিয়োগের পরিমাণ
উৎপাদন অপেক্ষক দুই প্রকার। যথা= 1) স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক 2)দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষা
a) স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক
যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে কিছু কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল উপকরণে পরিণত হয়। সেই ধরনের উৎপাদন অপেক্ষককে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। এর গণিতিক রূপ হল = q=f(l, k) (q= উৎপাদনের পরিমাণ, l= শ্রম নিয়োগের পরিমাণ, k= স্থির মূলধনের পরিমাণ)
এই ধরনের উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে ফার্মের উদ্যোক্তা নির্দিষ্ট পরিমাণ স্থির মূলধনের সহিত কেবলমাত্র শ্রম নিয়োগের পরিমাণের পরিবর্তন করে উৎপাদনের পরিমাণের পরিবর্তন করতে পারে, উৎপাদনে আয়তনের নয়। এক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য হয় সেই নিয়মকে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান প্রতিদানের নিয়ম বলে।
b) দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক
যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে সমস্ত উপকরণই পরিবর্তনশীল। সেই ধরনের উৎপাদন অপেক্ষককে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। এর গণিতিক রূপ হল = q=f(l, k) ( যেখানে, q= উৎপাদনের পরিমাণ, l= শ্রম নিয়োগের পরিমাণ, k= মূলধন নিয়োগ এর পরিমাণ)
এই ধরনের উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে ফার্মের উদ্যোক্তা উৎপাদনের সকল উপকরণই উৎপাদনের আয়তনের পরিবর্তন করতে পারে এক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য হয় সেই নিয়মকে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বলে।