মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম ব্যাখ্যা কর। All types of Returns to Scale.

মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম ব্যাখ্যা কর(Returns to Scale)

দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য হয়, সেই নিয়মকে মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম(Returns of Scale) বলে। দীর্ঘকালে একজন উদ্যোক্তার ক্ষেত্রে সমস্ত উপকরণকে একসঙ্গে পরিবর্তন করে, উৎপাদনের আয়তনের পরিবর্তন করা সম্ভব। মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি তখনই প্রযোজ্য হবে, যখন উদ্যোক্তার পক্ষে সমস্ত উপকরণ একই সঙ্গে পরিবর্তন করা সম্ভব হয়। নিয়মটিকে নিম্নলিখিত ভাবে ব্যাখ্যা করা হলো-

ধরা যাক, প্রাথমিক দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক -q°=f(l, k)
(যেখানে,q=উৎপাদনের পরিমাণ,l= শ্রম নিয়োগের পরিমাণ,k= মূলধন নিয়োগের পরিমাণ)

এখন মনে করি দুটি উৎপাদনকেই `t´ অনুপাতে বৃদ্ধি করা হলো
ফলে পরিবর্তিত উৎপাদন অপেক্ষক q* = f(t, l, tk) = tn • f(l, k) = tn • q°

constant-returns-to-scale

1) যখন, n = 1, তখন দুটি উপাদানকে যে অনুপাতে বৃদ্ধি করা হয় উৎপাদন সেই একই হারে বৃদ্ধি পায়। একে সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম(Constant Returns to Scale) বলে। সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মের ক্ষেত্রে সমউৎপাদন রেখাগুলির মধ্যেকার দূরত্ব সর্বদাই সমান থাকে। যা পাশের রেখাচিত্র অনুযায়ী দেখানো হয়েছে।

increasing-returns-to-scale

2) যখন n > 1, তখন দুটি উপাদানকে যে অনুপাতে বৃদ্ধি করা হয় উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। একে ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধি প্রতিদানের নিয়ম(Increasing Returns to Scale) বলে। ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধি প্রতিদানের নিয়মের ক্ষেত্রে উৎপাদনের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমউৎপাদন রেখাগুলির মধ্যকার দূরত্ব পর্যায়ক্রমিকভাবে হ্রাস পাবে।

decreasing-returns-to-scale

3) যখন n < 1, তখন দুটি উপাদানকে যে অনুপাতে বৃদ্ধি করা হয় উপাদান তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। একে ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম(Decreasing Returns to Scale) বলে। ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মের ক্ষেত্রে উৎপাদন স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে উৎপাদন রেখাগুলির মধ্যকার বৃদ্ধি পাবে।

উপরের তিনটি স্তরকে একত্রে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম(Returns to Scale) বলা হয়। যা কেবলমাত্র উৎপাদনের দীর্ঘকালীন সময়ে প্রযোজ্য হয়।

Leave a Comment