রিকার্ডিও খাজনা তত্ত্ব | Recardian Theory of Rent

রিকার্ডিও খাজনা তত্ত্ব | Recardian Theory of Rent

খাজনা হলো জমি ব্যবহারের দাম মাত্র। অধ্যাপক রিকার্ডোর ধারণা অনুযায়ী জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতা ব্যবহারের জন্য জমির মালিককে যা দেওয়া হয় তাই হল খাজনা।

অধ্যাপক রিকার্ডোর খাজনার তত্ত্বটি ব্যাখ্যার জন্য নিম্নলিখিত অনুমান গুলি করা হল
  1. খাজনা জমির আদিম এবং অবিনশ্বর ক্ষমতা প্রতিদান।
  2. সমগ্র অর্থনীতির দিক থেকে জমির যোগান সীমাবদ্ধ
  3. জমির কোনো বিকল্প ব্যবহার নেই।
  4. জমি এবং জমিতে উৎপন্ন দ্রব্য উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রতিযোগিতার বাজার দেখতে পাওয়া যায়।
  5. জমি প্রকৃতির দান। এর কোনো যোগানদাম বা উৎপাদন ব্যয় নেই

উপরিউক্ত বিষয় অনুমান গুলির ওপর ভিত্তি করে অধ্যাপক রিকার্ডোর মতে জমিতে দু ধরনের খাজনার উৎপত্তি, যথা-

(a) দুষ্প্রাব্য তা জনিখাজনা

(b) পার্থক্যমূলক খাজনা

(a) দুষ্প্রাপ্য তা জনিত খাজনা(Scarcity Rent)

সমগ্র অর্থনীতির দৃষ্টিকোণ দিয়ে জমির যোগান সীমাবদ্ধ কিন্তু জনসংখ্যা ক্রমবর্ধমান। ফলে জমির ওপর জনসংখ্যার চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জমির মালিক ভাগচাষী বা প্রজাচাষীর নিকট থেকে অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন। এই অতিরিক্ত আয় হলো দুষ্প্রাপ্রতাজনিত খাজনা(Scarcity Rent)। রিকার্ডোর মতে এই ধরনের খাজনার উৎপত্তি হয় জমির দুষ্প্রাপ্য বা জমির যোগান অস্থিতিস্থাপক হয় বলে।

(b) পার্থক্যমূলক খাজনা(Differential Rent)

অধ্যাপক রিকার্ডোর মতে জমিতে খাজনার উৎপত্তি হয়। সমস্ত জমি সমান উর্বরশীল নয় বলে তিন ধরনের জমি রয়েছে- উৎকৃষ্ট মনের জমি মাঝারি মানের জমি এবং নিকৃষ্ট মানের জমি। এই তিন প্রকার জমিতে কোনো একজন চাষী, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে চাষ করলে সেক্ষেত্রে দেখা যায় উৎকৃষ্ট মানের জমিতে সবথেকে বেশি ফলন পাওয়া গেছে, মাঝারি মানের জমিতে একই ব্যয় করে অনেকটায় কম ফলন পাওয়া গেছে এবং নিকৃষ্ট মানের জমিতে যেটুকু অর্থ ব্যয় করে চাষ করা হয়েছিল ফসল বাজারে বিক্রি করে সেইটুকুই অর্জিত হয়েছে। এই প্রকার জমিকে নিকৃষ্ট জমি বলা হয়। এক্ষেত্রে খাজনা শূন্য। অন্যদিকে উৎকৃষ্ট মানের জমিতে সবচেয়ে বেশি খাজনা অর্জিত হয় এবং মাঝারি মানের জমিতে কম পরিমাণ খাজনা অর্জিত হয় একেই পার্থক্যমূলক খাজনা(Differential Rent) বলে। এই ধরনের খাজনার উৎপত্তি মূল কারণ হলো জমির উর্বরতা শক্তির পার্থক্য।

 

অধ্যাপক কেইন্সের নগদ পছন্দ তথ্য | Keynesian Liquidity Preference Theory of Rate of Interest Determination

ক্রমহ্রাসমান প্রতিদান বা পরিবর্তনীয় অনুপাত এর নিয়ম ব্যাখ্যা করো | law-of-diminishing-returns

Leave a Comment