নিখুঁত প্রতিযোগিতার বাজারে উৎপাদন বন্ধের বিন্দু
যখন কোনো দ্রব্যের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং প্রতিটি বিক্রেতার উৎপাদিত দ্রব্য সমজাতীয় বা অভিন্ন প্রকৃতির হয়। তখন তাকে নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই ধরনের বাজারে যেকোনো ফার্মের প্রবেশ বা প্রস্থান অবাধ।
নিখুঁত প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন সময়ে ভারসাম্য অবস্থায় স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে আবার ক্ষতিও স্বীকার করতে হতে পারে। সর্বকালীন সময় ফার্মের উদ্যোক্তা ততক্ষণ পর্যন্ত উৎপাদন চালিয়ে যাবে যতক্ষণ না দ্রব্যের প্রতি একক দাম গড় পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে কম হয়। তাই স্বল্পকালীন সময় ফার্মের উদ্যোক্তা সর্বোচ্চ মুনাফা অর্জন বা ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্তগুলি হলো নিম্নরূপ-
1) প্রান্তিক আয়(MR) = প্রান্তিক ব্যয় (MC)
2) প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখার নিচে দিক থেকে ছেদ করবে।
3) দাম >= গড় পরিবর্তনশীল ব্যয়
পাশে রেখাচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে, ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বিন্দু E। কেননা E বিন্দুতে ফার্মের ভারসাম্য উভয় শর্তই পূরণ হচ্ছে। এই অবস্থায় ফার্মটি স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে আবার ক্ষতিও স্বীকার করতে হতে পারে। রেখাচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে ফার্মের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা গড় পরিবর্তনশীল ব্যয় রেখাকে w বিন্দুতে ছেদ করছে। w বিন্দুতে দাম = পরিবর্তন গড় পরিবর্তনশীল ব্যয় হয়। ফার্মের প্রতি একক দাম কমতে কমতে Pw বিন্দু পর্যন্ত আসতে পারে। Pw এর নিচের দাম কখনোই সম্ভব নয়। কেননা এই অবস্থায় P < AVC। এবং এই অবস্থায় ফার্মের ক্ষতির পরিমাণ স্থির ব্যয়েরও বেশি হয়। ফলে উদ্যোক্তার পক্ষে উৎপাদন বন্ধ করে দেওয়া অধিক শ্রেয়। তাই w বিন্দুকে উৎপাদন বন্ধের বিন্দু বলে। এই বিন্দুতে ফার্মের ভারসাম্যর তিনটি শর্তে পূরণ হচ্ছে, যেগুলি হল-
1) প্রান্তিক আয়(MR) = প্রান্তিক ব্যয় (MC)
2) প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখার নিচে দিক থেকে ছেদ করবে।
3) দাম >= গড় পরিবর্তনশীল ব্যয়