নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য | Features of Perfect Competition Market

নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য

Features of Perfect Competition Market

যখন কোনো দ্রব্যের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং প্রতিটি বিক্রেতার উৎপাদিত দ্রব্য সমজাতীয় বা অভিন্ন প্রকৃতির হয়। তখন তাকে নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই ধরনের বাজারে যেকোনো ফার্মের প্রবেশ বা প্রস্থান অবাধ। এ ধরনের বাজারে বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ-

(i) অসংখ্য ক্রেতা বিক্রেতা

এই ধরনের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে। এর অর্থ হল এই যে একজন ক্রেতার পক্ষে এক বিক্রেতা তার দ্রব্যের থেকে অন্য বিক্রেতার দ্রব্যকে অধিক পছন্দের কোনো কারণ নেই।

(ii) সমজাতীয় দ্রব্য

এই ধরনের বাজারে প্রতিটি বিক্রেতার উৎপাদিত দ্রব্য সম্পূর্ণ সমজাতীয় হয়।

(iii) অবাধ প্রবেশ ও প্রস্থান

এ ধরনের বাজারে যেকোনো ক্রেতা বা বিক্রেতা বিনা বাধাই যেকোনো সময় বাজারে প্রবেশ ও প্রস্তাব করতে পারে।

(iv) সম্পূর্ণ গতিশীল উৎপাদন

এই ধরনের বাজারে উৎপাদনের উপাদান গুলি সম্পূর্ণরূপে গতিশীল। কেননা একজন শ্রমিক মনে করলে এক পেশার কাজ ছেড়ে অন্য ফার্মের কাজে নিযুক্ত হতে পারে।

(v)সম্পূর্ণ সচেতন

যে কোনো ক্রেতাও বা বিক্রেতা বাজারের দাম সম্পর্কে ও চাহিদা সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন থাকে।

(vi) সরকারি নিয়ন্ত্রণ

এই ধরনের বাজারে কোনো ক্রেতা ও বিক্রেতার উপর সরকারি নিয়ন্ত্রণ থাকেনা।

উপরের বৈশিষ্ট্যগুলি যে বাজারে দেখতে পাওয়া যায় সেই বাজার কে নিখুঁত বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার বলে। যেমন- ধানের বাজার, গমের বাজার ইত্যাদ

 

ক্রমহ্রাসমান প্রতিদান বা পরিবর্তনীয় অনুপাত এর নিয়ম ব্যাখ্যা করো | law-of-diminishing-returns

1 thought on “নিখুঁত বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য | Features of Perfect Competition Market”

Leave a Comment