ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংকোচ কাকে বলে? কয় প্রকার ও কি কি? Definition of Internal and External Economics

ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংকোচ কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও?

উৎপাদনের আয়তনের বৃদ্ধির ফলে কোনো একটি শিল্পের অন্তগত সকল ফার্ম এককভাবে বা একসঙ্গে যে সুবিধা ভোগ করে। তাকেই ব্যয় সংকেত বা ব্যয় সংকোচ বা ব্যয় সংকোচন নীতি বলা হয়। এর ফলে ফার্মের উৎপাদিত দ্রব্যের একক প্রতিব্যয় কমে আসে। ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংক্ষেপ দুই প্রকার হয় যথা-
i) অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপ
ii) বাহ্যিক ব্যয় সংক্ষেপ

i) অভ্যন্তরীণ সংকোচন কাকে বলে: (Internal Economics)

শিল্পের অন্তগত কোনো একটি বিশেষ ফার্মের নিজস্ব আয়তন সম্প্রসারণ এর দরুন ওই ফার্মের উদ্যোক্তা যে সুবিধা ভোগ করে, তাকে অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপ বলে। অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপ পাঁচটি কারণে উদ্ভব হতে পারে, যথা-

(a) আর্থিক ব্যয় সংক্ষেপ

(b) পরিচলনগত ব্যয় সংক্ষেপ

(c) বিপণনগত ব্যয় সংক্ষেপ

(d) ঝুঁকি বহন ব্যয় সংক্ষেপ

(e) পরিবহন গত ব্যয় সংক্ষেপ

ii) ব্যয় সংকোচন কাকে বলে: (External Economics)

কোনো শিল্পের সামগ্রিক আয়তন সম্প্রসারণের দরুন শিল্পের অন্তর্গত সকল ফার্ম একসঙ্গে যে সুবিধা ভোগ করে। তাকে বাহ্যিক ব্যয় সংক্ষেপ বলে। বাহ্যিক ব্যয় সংক্ষেপ দুটি কারণে উৎপত্তি হতে পারে, যথা-

(a)আদান-প্রদান জনিত কারণে

(b) গবেষণা জনিত কারণে

অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপে কোনো একটি শিল্পের অন্তগত কোনো একটি বিশেষ স্থানে এককভাবে ভোগ করে। অন্যদিকে বাহ্যিক ব্যয় সংক্ষেপ শিল্পের অন্তর্গত সকল সকাল ফার্ম একত্রে ভোগ করে।

1 thought on “ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংকোচ কাকে বলে? কয় প্রকার ও কি কি? Definition of Internal and External Economics”

Leave a Comment