বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী | Features of Commercial Banks
যেকোনো দেশের অর্থব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক ব্যাংক অর্থব্যবস্থায় হৃদপিন্ডের ন্যায় কাজ করে। ভারতবর্ষে মোট 18 টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে। যেমন- এস.বি.আই, ইউ.বি.আই, পি.এন.বি ইত্যাদি। ভারতবর্ষের ন্যায় উন্নয়নশীল দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহর গুরুত্বপূর্ণ কাজগুলো নিন্মরূপ দেওয়া হলোঃ
১) আমানত গ্রহণ:
বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হল জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। সাধারণত বাণিজ্যিক ব্যাংক এর কাছে তিন ধরনের আমানতে হিসাব খোলা যায়- সঞ্চয়ী আমানত(Shavings Account), চলতি আমানত(Current Account) ও মেয়াদি আমানত(Fixed Account)। এছাড়া বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট পৌনঃপুনিক আমানত খুলতে পারেন। সাধারণত চলতি আমানত এর উপর কোনো সুদ দেওয়া হয় না এবং মেয়াদি আমানতের উপর সবচেয়ে বেশি সুদ দেওয়া হয়।
২) ঋণ প্রদান:
বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা। সাধারণত বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ঋণ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক ব্যক্তিগত জমি ও প্রতিশ্রুতি পত্র বা কোনো বস্তু বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক কখনোই নগদ অর্থ প্রদান করে না। অধিকাংশ ক্ষেত্রেই ঋণগ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একটি অমানতি হিসাব খুলতে হয়। ব্যাংক আমানতের ঋণের টাকা জমা দেখিয়ে দেয় এবং ঋণগ্রহণকারী কে ওই আমানত থেকে টাকা তোলার অনুমতি দেন। এছাড়াও অনেক সময় বাণিজ্যিক ব্যাংক থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জমা টাকার অতিরিক্ত তোলার অনুমতি দেওয়াকে ব্যাংক ওভারড্রাফট বলে।
৩) গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ:
বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং তার বিনিময় গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকে। প্রতিনিধি হিসাবে যে কাজগুলি বাণিজ্যিক ব্যাংক করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল- গ্রাহকদের জমা অর্থ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর ব্যবস্থা করা এক্ষেত্রে bank draft ব্যবহৃত হয়। গ্রাহকদের পক্ষ থেকে কোম্পানির শেয়ার ও ঋণপত্রের কেনাবেচার কাজ করে থাকে। আবার গ্রাহকদের হয়ে বীমার প্রিমিয়াম, বিদ্যুতের বিল ইত্যাদি দিয়ে থাকে।
৪) বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ:
বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিলপত্রাদি যেমন- বৈদেশিক হুন্ডি, দ্রব্য চালানের রসিদ, বিমাপত্র ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক বহণ করে থাকে।
৫) উন্নয়নমূলক কাজ:
ভারতের ন্যায় উন্নয়নশীল দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো উপরে উল্লেখিত গতানুগতিক কাজগুলি ছাড়াও আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করে থাকে। যেমন- অন অর্থনৈতিক এলাকায় বাণিজ্যিক ব্যাংকের শাখা সম্প্রসারণ করা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপায়নের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রকে সুবিধাজনক শর্তে ঋণের ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি। এক কথায় বলা যায় বাণিজ্যিক ব্যাংক গুলি হল দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয় কেন | Labour Supply Curve Downward Slopping